ফরিদপুরে তিন বিলে ৪০০ চায়না দোয়ারি জব্দ; পুড়িয়ে ধ্বংস
জৈববৈচিত্র রক্ষায় ফরিদপুরে নগরকান্দা উপজেলায় তিনটি বিলে অভিযান চালিয়ে ৪০০ চায়না দোয়ারি জাল জব্দ করে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেলে নগরকান্দার শশা, শাকরাইল ও জুঙ্গনদী বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, নগরকান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।