ফরিদপুরে তিন বিলে ৪০০ চায়না দোয়ারি জব্দ; পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরে চায়না দোয়ারি জব্দ
এখন জনপদে
অপরাধ
0

জৈববৈচিত্র রক্ষায় ফরিদপুরে নগরকান্দা উপজেলায় তিনটি বিলে অভিযান চালিয়ে ৪০০ চায়না দোয়ারি জাল জব্দ করে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেলে নগরকান্দার শশা, শাকরাইল ও জুঙ্গনদী বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা, নগরকান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

সরকারের নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারি জাল ব্যবহার করে দেশিয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এমন জাতীয় সকল প্রাণিকেও হত্যা করা হয় এ ফাঁদ দিয়ে।

নগরকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আরবার বলেন, ‘এ উপজেলায় একাধিক বিল বাওড় রয়েছে, অবৈধ ফাঁদ দিয়ে কিছু দুষ্টু চক্র মৎস্য শিকারি প্রতিনিয়ত মাছের প্রজন্মকে ধ্বংস করছে। আমাদের এ অভিযানে প্রায় ২০ লাখ টাকার চায়না দোয়ারি ধ্বংস করা হয়েছে।’

অভিযান প্রসঙ্গে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন বলেন, ‘বিলগুলো থেকে এ বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল অভিযান চালিয়ে জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়। কিন্তু এ নিষিদ্ধ জাল ব্যবহারে কারো স্বীকারোক্তি না পাওয়ায় সাজা দেয়া যায়নি কাউকে।’

তিনি বলেন, ‘এসব জালে শুধু ছোট বড় মাছ নয় শামুক, কাঁকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ছে এবং মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে এ এলাকার প্রাণিবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। যারা এ নিষিদ্ধ জাল দিয়ে প্রকৃতি ধ্বংস করছে তাদের শুধু শাস্তি দিয়ে বিরত রাখা যাবে না। সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, পাশাপাশি আমরা প্রশাসন সবাইকে সাথে নিয়ে যারা প্রকৃতির ধ্বংস করবে আমরাও জাল ধ্বংস করে তাদের অপরাধের ব্যাপারে হুঁশিয়ারি জানাবো।’

প্রাণ ও প্রকৃতি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. দবিরউদ্দিন।

এসএস