চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের উদ্যোগ নিলো ট্রাম্প প্রশাসন। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়াও চীন ও হংকংয়ের ভিসা আবেদন যাচাই-বাছাই আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে চীন।