ছবি থেকেই ভিডিও বানিয়ে দেবে জিমিনি
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জিমিনিতে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণীয় ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি ছবি দিয়েই বানাতে পারবেন আট সেকেন্ডের ভিডিও, তাও আবার শব্দসহ! গুগলের উন্নত ভিডিও মডেলে ‘ভিও ৩’ নামের মাধ্যমে এই সুবিধা চালু হয়েছে। এটি কেবল ছবি নয়, সেই ছবির বর্ণনা ও শব্দের নির্দেশনা অনুযায়ী ভিডিও তৈরি করবে।