তবে জিমিনির নতুন এই ফিচার গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু হয়েছে। তবে বর্তমানে শুধু জিমিনির ওয়েব সংস্করণে ফিচারটি পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে জিমিনির মোবাইল সংস্করণেও চালু হবে বলে জানিয়েছে গুগল।
জিমিনি ব্যবহারকারীরা প্রম্পট বারের ‘টুলস’ অপশনে ক্লিক করে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে পারবেন। এরপর দিতে হবে টেক্সটের মাধ্যমে নির্দেশনা। যেমন ছবিটির ভেতরে কীভাবে নড়াচড়া হবে এবং কী ধরনের শব্দ থাকবে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ কিংবা কথাবার্তাও নির্দেশনা হিসেবে যুক্ত করা যাবে।
তৈরি হওয়া ভিডিওগুলো এমপিফোর (এমপি৪) ফরম্যাটে, ১৬: ৯ ল্যান্ডস্কেপে এবং ৭২০পি রেজল্যুশনে ডাউনলোড করা যাবে। প্রতিটি ভিডিওতেই একটি দৃশ্যমান ও একটি অদৃশ্য ‘সিন্থআইডি ওয়াটারমার্ক (জলছাপ)’ থাকবে, যা জানিয়ে দেবে এটি একটি এআই-জেনারেটেড কনটেন্ট।
গুগল জানিয়েছে, দৈনন্দিন জিনিসপত্রে অ্যানিমেশন যুক্ত করতে, নিজের আঁকা ছবি জীবন্ত করতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি আনতে এই ফিচারটি ব্যবহার করা যাবে।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একইরকম ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা ছিল। তবে এবার জেমিনির মাধ্যমেই সরাসরি সেই কাজটি করা যাবে, আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।
গুগল আরও জানিয়েছে, ফ্লো নামের ফিচারটি আরও ৭৫টি দেশে চালু হচ্ছে।
তথ্য: দ্য ভার্জ