জাতিসংঘে ১৪২ ভোটে পাশ হয়েছে ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্রনীতির সুপারিশ
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৪২ ভোটে পাশ হয়েছে ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্রনীতির সুপারিশের খসড়া। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব।