যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ১০ টি দেশ। আর এতে ভোট দানে বিরত ছিল ১২টি দেশ। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘে এ সুপারিশ উত্থাপিত হয়। যেখানে সম্মতি জানায় সব গালফ দেশগুলো। আর এর তীব্র সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আসছে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশের।
আরও পড়ুন:
এদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ইসরাইল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর্সটেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নিউইয়র্ক ঘোষণা প্রত্যাখ্যান করছে ইসরাইল। সাধারণ পরিষদ ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।’
তবে এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল–শেখ। এক্সে তিনি লিখেছেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে, সেটিকে আমি স্বাগত জানাই। এর মাধ্যমে আমাদের মানুষের অধিকারের সমর্থনে আন্তর্জাতিক আগ্রহ প্রকাশ পেয়েছে।’