ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে চুক্তি
সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিবলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা।