ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে চুক্তি

ওরাকল ও গুগল ক্লাউড
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিবলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা।

সম্প্রতি ওরাকল ও অ্যালফাবেটের গুগল ক্লাউড ইউনিটের মাঝে একটি চুক্তি হয়েছে। যে চুক্তিবলে ওরাকল গুগলের এআই জেমিনির মডেল বিক্রি করবে। ওরাকলের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ও বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগলের জেমিনি এআই পাবেন গ্রাহকেরা।

এ চুক্তিটি মূলত গত জুনে ইলন মাস্কের এক্স এআইর সাথে হওয়া চুক্তির অনুরূপ। যেখানে সফটওয়্যার ডেভেলপাররা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও তৈরি করার জন্য জেমিনি এআই ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন:

যেসব বিজনেস ওরাকলের কর্পোরেট ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ও সাপ্লাই চেইন প্ল্যানিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারাও এই অ্যাপগুলোর মাধ্যমে জেমিনি এআই ব্যবহার করতে পারবে।

মডেলগুলো নিজেই গুগলের সার্ভারে চলবে। তবে ওরাকলের ক্লাউড ব্যবহারকারী ডেভেলপাররা ভার্টেক্স এআই নামক একটি গুগল প্রোডাক্টের মাধ্যমে এগুলিতে অ্যাক্সেস পাবেন।

সেজু