রোডম্যাপে থাকবে নবায়নযোগ্য জ্বালানি; পরিবেশ ধ্বংসকারী এজেন্ডা রাখবে না বিএনপি: মাহদী আমিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্বসহকারে স্থান দেবে। জীবাশ্ম জ্বালানি থেকে কীভাবে নবায়নযোগ্য খাতে যাওয়া যায়, তার একটি পরিকল্পিত রোডম্যাপও থাকবে। তবে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হয়—এমন কোনো এজেন্ডা বিএনপি ইশতেহারে রাখবে না বলেও তিনি উল্লেখ করেন।