তিন দশক পর চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়ানোর প্রস্তাব
তিন দশক পর ট্যারিফ বা বিভিন্ন সেবার মূল্য বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৫৬টি সেবার বিপরীতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্য বাড়িয়ে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে নতুন ট্যারিফ কাঠামোর প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, প্রস্তাবিত ট্যারিফের হার কোন কোন ক্ষেত্রে ৪ থেকে ৫ গুণ বাড়ানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় ট্যারিফ বাড়ানো হচ্ছে।