ডেঙ্গুর-হটস্পট

ডেঙ্গুর নতুন হটস্পট বরগুনা, চিকিৎসক সংকটে হাসপাতালে ভোগান্তি
দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশ। এ বছর এডিস মশার প্রকোপ বাড়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনসহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন সচেতন মহল, পাশাপাশি সাধারণ মানুষের রয়েছে অসচেতনতা। এদিকে, হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে।

অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বাড়ার শঙ্কা
স্থানীয় সরকার প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করতে হবে। না হলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়বে মৃত্যু। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, হাসপাতাল থেকে যথাযথ তথ্য না পাওয়ায় হটস্পট চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।