ফলকে নাম দেখে পরিবহন উপদেষ্টা বললেন ‘এটি কি আমার বাপের টাকায় করা’
যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। সকালে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের পূর্বাচল পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন করা হয়। তবে এসময় ফলকে নিজের নাম দেখে চটে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?’