খতিব নোমানীকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা, জানাজায় মানুষের ঢল
ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মো. আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার ঘটনায় ভোলার সব স্কুল-কলেজ বন্ধ রাখাসহ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘তৌহিদী জনতা’। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) নোমানী জানাজা থেকে এ কর্মসূচির ঘোষণা আসে। ভোলা সরকারি স্কুল মাঠে আমিনুল হক নোমানীর জানাজায় স্থানীয়দের ঢল নামে।