নাইজেরিয়ায় বিচ্ছুর দুধ থেকে চলছে বিষ আহরণ
দুধ থেকে চলছে বিষের আহরণ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। নাইজেরিয়ায় বিষ উৎপাদনের জন্য ভয়ংকর বিচ্ছুর দুধ সংগ্রহ করা হচ্ছে। আর এই কারণে হাজার হাজার বিচ্ছু রক্ষণাবেক্ষণও করা হয় দেশটিতে। যা থেকে বৈশ্বিক বাজারে বিপুল অর্থ আয়ের সম্ভাবনাও রয়েছে।