মৌলভীবাজারে ধানে চিটা রোগ; বিপাকে কৃষক
বৈরি আবহাওয়া, নিম্নমানের কীটনাশক ও সারের কারণে ধানে চিটা রোগ হওয়ায় বিপাকে মৌলভীবাজারের চাষিরা। অনেকেই ধান কেটে জমিতেই রেখে দিয়েছেন। চাষিরা যখন আমনের ক্ষতি বোরোতে মেটানোর কথা ভাবছেন, তখনই বাঁধ সাধলো এই চিটা রোগ। মাঠের পর মাঠ ধান নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা দুষছেন কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের।