‘নারিকেল জিঞ্জিরার’ নারিকেল এখন শুধুই স্মৃতি
কক্সবাজারের সেন্টমার্টিন, একসময় পরিচিত ছিল ‘নারিকেল জিঞ্জিরা’ নামে। সারি সারি গাছে শত শত নারিকেল; যা শুধু সৌন্দর্যই নয়, দ্বীপের অর্থনীতিরও বড় ভরসা ছিল। কিন্তু সেই নারিকেল এখন শুধুই স্মৃতি। কয়েকবছর ধরে ফলন না থাকায় বিপাকে চাষিরা। কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ আর অবহেলাতেই এমন অবস্থা।