গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করেছে: আলী রিয়াজ
কাঠামোগত রূপান্তর ছাড়া বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না বলে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে পেরেছে। সব রাজনৈতিক দল মতবিরোধ ভুলে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অসীম সাহস ও বীরত্ব দেখিয়েছে। আজ (সোমবার, ১২ মে) জাতীয় সংসদের এলইডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নেজামে ইসলাম পার্টির মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।