দেউবা–থাপা দ্বন্দ্বে সংকটে নেপালি কংগ্রেস
পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত নেপালের রাজনীতির মাঠ। কমিউনিস্ট পার্টি আত্মগোপনে থাকায় আলোচনায় নেপালি কংগ্রেস পার্টি। তবে নির্বাচন ঘনিয়ে আসতেই ভেঙে পড়েছে বৃহত্তম এ রাজনৈতিক দল। তরুণ প্রজন্মের সমর্থন না মানায় শের বাহাদুর দেউবাকে দলের প্রধানের পদ থেকে সরিয়ে, স্থলাভিষিক্ত করা হয়েছে ৪৯ বছর বয়সী নেতা ও দলটির সাধারণ সম্পাদক গগন থাপাকে। এতে দেউবা-থাপা গ্রুপের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। তবে থাপা নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসকে স্বীকৃতিও দিয়েছে নির্বাচন কমিশন।