পাঁনগাও
বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কনটেইনার টার্মিনাল

বেসরকারি খাতে যাচ্ছে পানগাঁও কনটেইনার টার্মিনাল

পানগাঁও কনটেইনার টার্মিনাল আগামী ১২ বছরের জন্য বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরইমধ্যে যোগ্য তিনটি প্রতিষ্ঠানকে আরএফপি ইস্যুর জন্য নির্বাচিত করেছে বন্দর। যে অপারেটরের দর ও প্রস্তাব সবচেয়ে ভালো হবে, তারাই অভ্যন্তরীণ এই নৌ টার্মিনালটি পরিচালনা করবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা পদক্ষেপের পর এক যুগেও টার্মিনালটি লাভজনক না হওয়ায় বেসরকারি খাতে ছেড়ে দেয়া হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রুটটি জনপ্রিয় করতে হলে খরচ কমানোর পাশাপাশি জাহাজের শিডিউল ঠিক রাখতে হবে।