রেকর্ড বরাদ্দ সত্ত্বেও প্রাণহানি রুখতে ব্যর্থ পাকিস্তানের দুর্যোগ কর্তৃপক্ষ
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রায় ৩০ হাজার কোটি রুপি বরাদ্দের পরও এবারের বন্যায় পাকিস্তানে প্রাণহানি ছাড়িয়েছে ৭০০ এর ঘরে। শুধু বুনের জেলাতেই জীবিকা হারিয়েছেন ৬০ শতাংশ মানুষ। এমন পরিস্থিতিতে ২০২২ সালের বন্যা থেকে শিক্ষা নেয়া হয়নি বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বন্যা প্রবণ এলাকার পাশে নির্মাণকাজ বন্ধে শক্ত অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সরকারপ্রধান।