হবিগঞ্জে ট্রিপল মার্ডার: একমাত্র আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে সংঘটিত বহুল আলোচিত ট্রিপল হত্যা মামলার একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক সৈয়দ মোহাম্মদ কায়ছার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন আদালত।