পিক্সেল টেন সিরিজের স্মার্টফোন আনলো গুগল, দাম কত
পিক্সেল টেন সিরিজের স্মার্টফোন বাজারে আনলো টেক জায়ান্ট গুগল। নিউ ইয়র্কে 'মেড বাই গুগল' ইভেন্টে উন্মোচন করা হয় নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন ও গ্যাজেট। টেন সিরিজে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন আকর্ষণীয় ফিচার। প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিক্সেলস্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি।