ছবি তোলা ও ভিডিও ধারণের জন্য প্রযুক্তিপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি ব্র্যান্ড পিক্সেল। বর্তমান সময়ে প্রযুক্তিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় টেক জায়ান্ট গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোন। এবার পিক্সেলপ্রেমীদের জন্য টেন সিরিজের স্মার্টফোন বাজারে আনলো গুগল।
অপেক্ষার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কে 'মেড বাই গুগল' ইভেন্টে উন্মোচন করা হয় পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড সিরিজের স্মার্টফোন। এবারের সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো নতুন এআই ফিচার। এর মধ্যে আছে ক্যামেরা অ্যাপের 'কোচ' ফিচার, যা ব্যবহারকারীদের আরও ভালো ছবি তুলতে করবে সহায়তা। আছে অ্যাসিস্ট্যান্ট সাজেশন।
টেন সিরিজের সব মডেলেই এবার ব্যবহার করা হয়েছে গুগলের নতুন টেনসর জি ফাইভ প্রসেসর। পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে পিক্সেলস্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি। পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোনে রয়েছে তিন ক্যামেরার সেটআপ। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।
আরও পড়ুন:
পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএল মডেলে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ক্যামেরায়ও ভিন্নতা রয়েছে। পিক্সেল ১০ মডেলে থাকছে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর প্রো মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ৪২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পিক্সেল ১০ মডেলে ৪ হাজার ৮৩৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পিক্সেল ১০ প্রোতে রয়েছে ৪ হাজার ৭০৭ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার এবং প্রো এক্সএল মডেলে ৫ হাজার ৭৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি।
এই প্রযুক্তির সঙ্গে নতুন চার্জার, কেস ও স্ট্যান্ডও উন্মোচন করেছে গুগল। যা কিনতে গুনতে হবে ৪০ থেকে ৫০ ডলার।
টেন সিরিজের ডিজাইনে তেমন পরিবর্তন না আসলেও এর ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আরও উন্নত প্রযুক্তি। বেস মডেলেও এবার টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। বেস মডেলের দাম শুরু হয়েছে প্রায় ৮০০ ডলার থেকে, আর ফোল্ডেবল পিক্সেলের দাম পড়বে ১৮০০ ডলার।
স্মার্টফোন ছাড়াও নতুন পিক্সেল ওয়াচ ফোর ও পিক্সেল বাডস টুও উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পিক্সেল ওয়াচ ফোরের দাম ধরা হয়েছে ৩৫০ ডলার থেকে ৪০০ ডলার।
বাডস টুর দাম পড়বে ২২৯ ডলার। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল কেনা যাবে অনলাইনে ও দোকানে ২৮ আগস্ট থেকে। তবে যারা পিক্সেল ১০ প্রো ফোল্ড কিংবা পিক্সেল ওয়াচ ৪ নিতে চান, তাদের কিছুটা অপেক্ষা করতে হবে। কারণ এই দুটি ডিভাইস বাজারে আসবে ৯ অক্টোবর।