হিন্দুধর্মাবলম্বীদের মতে, সারা বছরের গ্লানি আর পাপ মোচন করতে পূর্ণতীর্থ অষ্টমী স্নানের মধ্য দিয়ে নিজেকে নিষ্পাপ করতে জামালপুরে অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে।