জামালপুরে পাপ মোচনের আশায় অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থীর ঢল

জামালপুর
এখন জনপদে
0

হিন্দুধর্মাবলম্বীদের মতে, সারা বছরের গ্লানি আর পাপ মোচন করতে পূর্ণতীর্থ অষ্টমী স্নানের মধ্য দিয়ে নিজেকে নিষ্পাপ করতে জামালপুরে অষ্টমী স্নানের আয়োজন করা হয়েছে।

হিন্দুদের পবিত্র গ্রন্থ মহাভারত থেকে পাওয়া, পশুরাম তার মা রেনুকা দেবীকে কুড়াল দিয়ে মারতে গেলে তার মা তাকে অভিশাপ দেয়। সেই অভিশাপে তার হাতে সেই কুড়াল পাথরের মত হয়ে যায়। আর সেই অভিশাপ থেকে মুক্ত হতে পশুরাম দেবতার কাছে প্রার্থনা করলে পশুরামকে জানানো হয় যেখানে গঙ্গা ( ব্রহ্মপুত্র নদ) দক্ষিণ দিকে প্রবাহিত অষ্টমী তিথিতে সেখানে স্নান( ডুব দিয়ে গোসল) করলে তার পাপ মোচন হবে।

পশুরাম সেই অষ্টমী তিথিতে স্নানের করলে তার পাপ মোচন হয় আর তার হাতে পাথর হয়ে থাকা কুড়ালটিও মুক্ত হয়ে গঙ্গা নদে পড়ে যায়। তখন থেকেই হিন্দুধর্মাবলম্বীরা অষ্টমী তিথিতে নিজের পাপ মোচনের জন্য জামালপুরেও ব্রক্ষ্মপুত্র নদে অষ্টমী স্নান করে আসছে ।

আজ (শনিবার, ৫ এপ্রিল) ভোর ৫টা থেকে অষ্টমী স্নান শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। অষ্টমী স্নানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা থেকে এরইমধ্যে লাখো হিন্দুধর্মাবলম্বী ভক্তরা ব্রক্ষ্মপুত্র নদের তীরে পূর্ণতীর্থ অষ্টমী স্নানের অংশ নিয়েছে।

অষ্টমী স্নানকে ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে গ্রামীণ অষ্টমী মেলা। পুরাতন ব্রহ্মপুত্র নদে সারা বছরের পাপ মোচন করতে আসা ভক্তদের সারা বছরে সুস্থ ও সুন্দর থাকার পাশাপাশি তাদের সার্বিক মঙ্গল কামনা করে হিন্দু শাস্ত্রীয় মতে নানা পরামর্শ প্রদান এবং নানা আচার নিয়ম কানুন পালনসহ পূজা অর্চনা করতে সহযোগিতা করছে বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহিত'রা।

এএইচ