বান্দরবানে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতাকে কারাদণ্ড
বান্দরবানে চেক প্রতারণা মামলায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. শহিদুর ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং সমপরিমাণ টাকা ফেরতের অর্থদণ্ড দিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে এই রায় ঘোষণা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী অরুণ বিকাশ তলুকদার। দণ্ডপ্রাপ্ত মো. শহিদুর ইসলাম (সোহেল) পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি নবগঠিত এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচিত।