পদ্মার গতিপথ পরিবর্তন: ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই শতাধিক পরিবার
পদ্মাসেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হলেও বিশাল এ স্থাপনার প্রভাব পড়েছে নদীর প্রবাহে। সেতু এলাকায় হারিয়েছে চিরচেনা প্রমত্তার রূপ। পলি পড়ে সৃষ্টি হয়েছে বিশাল চর। নদীর গতিপথ পরিবর্তন হয়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেলো ৮ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে সেতু প্রকল্প রক্ষা বাঁধের ৫শ মিটার। ভাঙনে সর্বস্ব হারিয়েছেন আড়াই শতাধিক পরিবার। কর্তৃপক্ষ বলছে মরফোলজিক্যাল জরিপ শেষেই নেয়া যাবে প্রয়োজনীয় ব্যবস্থা।