ফ্ল্যাট বা প্লট কিনবেন? ৪ কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে যেসব ব্যাংক
নিজের একটি মাথা গোঁজার ঠাঁই বা স্বপ্নের বাড়ি নির্মাণ এখন আরও সহজ হতে চলেছে। বাংলাদেশ ব্যাংকের (Bangladesh Bank) নতুন নীতিমালা অনুযায়ী, এখন ব্যাংকগুলো গ্রাহকদের আবাসন ঋণ (Home Loan) হিসেবে ৪ কোটি টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ পাচ্ছে। মূলত আবাসন খাতকে চাঙা করতে এবং মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণ নিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।