সারাদেশে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট
জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ পার্সেন্ট করাসহ ৭ দফা দাবিতে আজ (রোববার, ২৫ মে) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। এদিন দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প বন্ধের খবর পাওয়া গেছে।