পানির নীচে সাজেক-বাঘাইহাট সড়ক, আটকা ৬শ' পর্যটক
বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজার এলাকা তলিয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুইপ্রান্তে আটকা পড়েছে প্রায় ৬শ' পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় উপজেলা প্রশাসন কাজ করছে।