পানির নীচে সাজেক-বাঘাইহাট সড়ক, আটকা ৬শ' পর্যটক

ডুবে গেছে সাজেক-বাঘাইহাট সড়ক
এখন জনপদে
1

বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজার এলাকা তলিয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুইপ্রান্তে আটকা পড়েছে প্রায় ৬শ' পর্যটক। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় উপজেলা প্রশাসন কাজ করছে।

আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল থেকেই সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে পর্যটকদের কেউ কেউ পারাপারের চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, সাজেক থেকে ফেরা ৩৩১ জন পর্যটক এবং বাঘাইহাট থেকে সাজেকগামী ২৫২ জন পর্যটক এ পানির কারণে আটকা পড়েছেন। বর্তমানে এলাকার স্থানীয় লোকজন নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। সাজেক যাওয়া আসা সহ ৫৮৩ জন পর্যটক মাচালং এলাকায় রাস্তার উভয় পাশে আটকা পড়েছে।

তবে পুনরায় বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পানি পানি নেমে গেলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে কমবে আকস্মিক এ ভোগান্তি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, মাচালং বাজারে পাকা ব্রিজ এলাকায় ওই সড়কের অংশ কিছুটা নিচু। এরইমধ্যে সড়ক ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘সড়ক থেকে পানি নেমে গেলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল পুনরায় শুরু হবে। তবে অনেকেই বাঁশের ভেলা ও নৌকার সাহায্যে সড়ক ডুবে যাওয়া অংশ পার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছিলেন, তারা আবার সাজেকে ফিরে গেছেন।’

এএইচ