কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কিছু জায়গায় অস্বচ্ছতা দেখা গেছে। তবে এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানে এ তথ্য জানান নেটওয়ার্কের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা।