শীতকে বিদায় জানাতে মেসিডোনিয়ায় ‘ভেভকানি কার্নিভাল’ উৎসব
ভয় দেখিয়ে শীতকে বিদায় জানানোর এক অদ্ভুত উৎসব উদযাপন করলেন নর্থ মেসিডোনিয়ার গ্রামীণ জনপদের শত শত মানুষ। ভেভকানি কার্নিভাল নামের এ উৎসবের ইতিহাস ১ হাজার ৪০০ বছরের পুরনো। ভুতুড়ে সাজে পুরানো বছর এবং অশুভকে বিদায় দেয়া সম্ভব বলে মনে করেন বলকান রাষ্ট্রটির কৃষিনির্ভর সমাজের বেশিরভাগ জনগণ।