লাল-সবুজের টানে দেশে ফেরা; কোর্টে নামছেন আয়মান ও লিপটন
জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রবাসী দুই শাটলারের স্বপ্নযাত্রা
লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে দেশে ফিরেছেন প্রবাসে বেড়ে ওঠা দুই শাটলার আয়মান ইবনে জামান ও মোস্তাফিজুর রহমান লিপটন। আসন্ন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মাধ্যমে কোর্টের লড়াইয়ে নামছেন তারা। এ যাত্রায় পাশে আছে পরিবার, নজর রাখছে ফেডারেশনও। এ শুধু খেলার গল্প নয়, এই ফেরা বিশ্বাস আর বাংলাদেশকে ভালোবাসার গল্প।