অনিয়মের অভিযোগে দুই ব্রোকার হাউজের কার্যক্রম স্থগিত করেছে চা বোর্ড
পঞ্চগড়ে অনিয়মের অভিযোগে ইন্ডিগো ও হিমালয় নামে দুটি ব্রোকার হাউজের কার্যক্রম স্থগিত করেছে চা বোর্ড। সক্রিয় এই দুটি ব্রোকার হাউজের কার্যক্রম বন্ধ থাকায় বন্ধ রয়েছে দেশের তৃতীয় চা নিলাম বাজারের নিলাম কার্যক্রমও। এতে ভোগান্তিতে পড়েছেন সমতলের চা কারখানার মালিক ও ব্যবসায়ীরা।