মসলিন
বিলুপ্তির পথে কুমিল্লার তাঁতের খাদি, টিকে আছে ৭ পরিবার

বিলুপ্তির পথে কুমিল্লার তাঁতের খাদি, টিকে আছে ৭ পরিবার

কুমিল্লার খাদি কাপড়ের চাহিদা বাড়লেও তাঁতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তির পথে। একসময় কুমিল্লা অঞ্চলের হাজার হাজার তাঁতি খাদি কাপড় তৈরির সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র ৭টি তাঁতি পরিবার। গবেষকরা জানান, শতবছর পর খাদি তার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও কাঁচামালের অভাবে বিলুপ্ত প্রায় তাঁতের খাদি ফিরিয়ে আনতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। শেষ প্রজন্মে তাঁতের দক্ষ কারিগর যারা টিকে আছেন তাদের মাধ্যমে প্রশিক্ষণ ও সংরক্ষণ ব্যবস্থা করা গেলে মসলিনের চেয়েও সহজে খাদির উত্তরণ সম্ভব বলে মনে করেন ।