‘গাজায় মানবিক শহর নির্মাণের আড়ালে রয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প’
গাজায় 'মানবিক শহর' নির্মাণের আড়ালে রয়েছে 'কনসেন্ট্রেশন ক্যাম্প' গড়ে তোলার পরিকল্পনা, বললেন সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। জানান, ইহুদি হলোকাস্টের মতোই ফিলিস্তিনিদের জাতিগত নিধন প্রচেষ্টার অংশ এসব ক্যাম্প। এদিকে, যুদ্ধবাজ দেশটির চতুর সব শর্তে থমকে আছে অস্ত্রবিরতির আলোচনা। এর মধ্যেই একদিনে গাজায় আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদার বাহিনী।