ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির কোচ হিসেবে যোগ দিয়েছেন মার্টি সিফুয়েন্তেস। স্প্যানিশ এ কোচকে তিন বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়ে এসেছে দ্য ফক্সেসরা।