নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রয়াণ
মারা গেলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতায় ভুগে রোববার লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেসময় তার বয়স হয়েছিলো ৮২ বছর।