নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রয়াণ

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি
আফ্রিকা
বিদেশে এখন
0

মারা গেলেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতায় ভুগে রোববার লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেসময় তার বয়স হয়েছিলো ৮২ বছর।

১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর শক্ত হাতে নাইজেরিয়া শাসন করেন মুহাম্মদু বুহারি। পরে তিনি মূলধারার রাজনীতিতে যোগ দেন। ২০১৫ সালে জনগণের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেন তিনি। টানা ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন নাইজেরিয়ার এই মুসলিম নেতা।

এএইচ