দুদকের শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। আজ (বুধবার, ৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এ নির্দেশ দেন।