দুদকের শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

দুদকের চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন
দেশে এখন
আইন ও আদালত
2

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। আজ (বুধবার, ৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এ নির্দেশ দেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ এর দুই নং ধারায় তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো।

২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন। আজ হাইকোর্টের রায় পক্ষে আসায় সন্তোষ প্রকাশ করেন চাকরিচ্যুত সেই কর্মকর্তা শরিফ উদ্দিন ও তার আইনজীবী।

এএইচ