সাতক্ষীরায় বাইপাস সড়কে ৩০টি হাত বোমা উদ্ধার
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ককটেল সদৃশ হাত বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে চালানো অভিযানে আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।