র্যাব-৬, সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করে।’
স্থানীয়রা জানান, যৌথবাহিনী আসার পর আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে বোমার মতো জিনিস উদ্ধার করা হয়। এটি স্বাভাবিকভাবে আতঙ্কজনক।’