দেশে দিন দিন কমছে লবণ চাষের জমি, বাড়ছে চাহিদা
দেশে দিন দিন কমছে লবণ চাষের জমি, বাড়ছে লবণের চাহিদা। এমন বাস্তবতায়, কম জমিতে বেশি ও উন্নতমানের লবণ উৎপাদনে চলছে গবেষণা। এরই মধ্যে ভারতীয় পদ্ধতির ব্যবহারেও মিলেছে সফলতা। দেশিয় পদ্ধতির সাথে অন্তর্ভুক্ত করে বিদ্যমান জমিতেই বছরে প্রায় ৩ লাখ টন বেশি লবণ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা।