ক্লাব বিশ্বকাপ ফাইনাল: লন্ডন জায়ান্টদের দ্বিতীয় না পিএসজির প্রথম?
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। মেটলাইফ স্টেডিয়ামে আজ (রোববার, ১৩ জুলাই) রাত ১টায় হবে শিরোপার এ লড়াই। লন্ডন জায়ান্টদের দ্বিতীয় নাকি মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির প্রথম, শক্তিমত্তায় কারা থাকবে এগিয়ে?