ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। এর আগে লিগ-আসহ ঘরোয়া চার শিরোপা বগলদাবা করেছে লুইস এননিরেকের শিষ্যরা।
মৌসুমে যেন উড়ছে ফরাসি জায়ান্টরা। এবার ক্লাব বিশ্বকাপের শিরোপা হাতছানি দিচ্ছে তাদের। জিততে পারলে আরও এক রেকর্ডে নাম লেখাবে প্যারিসিয়ানরা। এর আগে যে ফিফার এই ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি তাদের।
তবে রেকর্ড গড়ার কাজটা সহজ হবে না পিএসজির। ফাইনালে তাদের টেক্কা দিতে পুরোপুরি প্রস্তুত লন্ডন জায়ান্ট চেলসি। তাছাড়া ফিফার এ আয়োজনে শিরোপা জেতার অভিজ্ঞতাও যে আছে তাদের।
আফ্রিকার দেশ মরক্কো থেকে মাত্র তিন মৌসুম আগেও ট্রফি জিতে বিমানে লন্ডনের পথ ধরেছিল চেলসি। সেই অভিজ্ঞতা আর বর্তমান ফর্ম সবকিছু মিলিয়ে পিএসজির শক্ত প্রতিপক্ষ যে চেলসি সেটা বলা-ই যায়।
এবারের মৌসুমটাও দুর্দান্ত গেছে চেলসির। এনজো মারেস্কার শিষ্যরা প্রিমিয়ার লিগ শেষ করেছে শীর্ষ চারে থেকে, পাশাপাশি জিতেছে কনফারেন্স লিগ। তাই ফাইনালে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন ফুটবলাররা। প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন চেলসি কোচ।
এর আগে আটবার মুখোমুখি হয়েছে দু’দল। জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে আছে পিএসজি। ৩ জয়ের বিপরীতে চেলসি জয় পেয়েছে ২ ম্যাচে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।
ফাইনালকে ঘিরে এরই মধ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে আমেরিকানদের মধ্যে এ ম্যাচ নিয়ে আগ্রহ নেই তেমন। ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা বাকি থাকলেও এখনও অনেক টিকিট বিক্রি হয়নি।
টিকিট বিক্রি নিয়ে অবশ্য ফিফার মাথাব্যথা নেই। এবারের আসর আয়োজনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য খুশিই আছেন। আয়োজনকে বড় সফলতা হিসেবে দেখছেন এ কর্মকর্তা।