সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ৬৫ শতাংশ কাজ শেষ, প্লট বরাদ্দ শুরু
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। দেশের শিল্পায়নে নতুন দিগন্তের সূচনা করা এ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৬৫ শতাংশ। ইতোমধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্লট বরাদ্দ শুরু হয়েছে। অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের।