বসন্তে ইতালির রঙিন সাজ, প্রকৃতি-সংস্কৃতিতে মেলবন্ধন
যখন প্রকৃতি থেকে শীতের ধূসর রং কেটে যায়, ইতালি সাজে রঙিন বসন্তের রাজকীয় আবহে। ফুল, উৎসব আর প্রাণচাঞ্চল্যে ভরা এই ঋতুকে ইতালিয়রা ডাকেন লা প্রিমাভেরা বা ঋতুর রাজা। যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করে এক অনবদ্য সিম্ফনি।